প্রকাশিত: Tue, Feb 20, 2024 11:41 AM আপডেট: Mon, Jan 26, 2026 5:58 PM
[২]পাকিস্তানে ভাগাভাগির প্রধানমন্ত্রিত্ব প্রস্তাব প্রত্যাখান বিলাওয়ালের [২]নতুন জোটে ইমরানের পিটিআই
সাজ্জাদুল ইসলাম, ইমরুল শাহেদ : [৩] পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, তার দলের জন্য যারা ভোট চেয়েছে কেবল তাদের সাথেই পিপিপি জোট সরকার গঠনের আলোচনা এগিয়ে নেবে এবং মন্ত্রিসভায় কোনও পদ চাইবে না। তবে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে তার বাবা আসিফ আলী জারদারি পিপিপির প্রার্থী হবেন। রোববার দেশটির সিন্ধু প্রদেশের থাট্টায় এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। সূত্র : ডন জিও নিউজ
[৪] পাকিস্তানের রাজনৈতিক দলগুলোকে একটি ব্যবস্থাপনার মধ্যে থাকার এবং দেশের উন্নতির জন্য কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন বিলাওয়াল ভুট্টো।
[৫] নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) পক্ষ থেকে জোট সরকার গঠনের প্রস্তাবের বিষয়েও কথা বলেছেন বিলাওয়াল ভুট্টো। সমাবেশে তিনি পিএমএলের ক্ষমতার ভাগাভাগির প্রস্তাবের রূপরেখা তুলে ধরেছেন। এ সময় দুই দলের মাঝে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব নাকচ করে দিয়েছেন বলে জানান পিপিপি চেয়ারম্যান।
[৬] সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জোট গঠনের কথা জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। তিনি বলেছেন, জাতীয় পরিষদে ৭০টি এবং সারা দেশে ২২৭টি সংরক্ষিত আসন রয়েছে। এসব আসন কেবল রাজনৈতিক দলগুলোর মাঝে বণ্টন করা হয়। সূত্র: ডন
[৭] পিটিআই চেয়ারম্যান জানান, ‘আমাদের দলের সমর্থিত প্রার্থী, যারা ন্যাশনাল অ্যাসেম্বলিতে, খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে বিজয়ী হয়েছেন, তারা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দেবেন।’
[৮] সংবাদ সম্মেলনে ইমরান খানের দলের মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খানও কথা বলেছেন। সম্পাদনা: ইকবাল খান
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট